কালিয়া ( নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার চড় বল্লাহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আলি খান (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। বুধবার (৬মে) বিকালে কালিয়া উপজেলার নড়াগাতি থানার চড় বল্লাহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতের ভাই শানাল খান বলেন, আমাদের জমি নিয়ে আজিজুল ঠাকুরদের সাথে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আমি সহ আমার ভাই নিহত আলী খান আমাদের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের আজিজুল ঠাকুর,মিকাইল ঠাকুর, সহ ২০-২৫ সহ আরো অনেকে ছ্যান দা, রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমি সহ ৫জন আহত হই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মদ খানকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকছানা খাতুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটে।এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। হত্যাকান্ডে জরিতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।