এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি — করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউন চলছে। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কঠিন এ সময়েও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রামগড়ে কর্মহীন মানুষদের আর্থিক সহায়তা দিয়ে ঈদ উপহার দিচ্ছেন রামগড় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর আলম শরীফ । আজ রবিবার (২৪ ই মে) সহায়তার অংশ হিসেবে পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে রামগড় পৌর এলাকার শ্বশান টিলা, বল্টুরামটিলার ১ নং ওয়ার্ডের ৪ শ জন দরিদ্র, অসচ্ছল, দিনমজুরের মাঝে তিনি নগদ অর্থ বিতরন করেন।এসময় তিনি জনপ্রতি ৫ শ টাকা করে ৪ শ জনকে দুই লক্ষ টাকা ঈদ উপহার দেন। নুর আলম শরীফ সাংবাদিকদের বলেন,আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অসহায়দের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।যেকোনো পরিস্থিতিতে গরিব ও দুস্থ মানুষদের পাশে আছি আগামীতেও পাশে থাকবো। উপহার গ্রহীতা জাফর আহম্মদ বলেন, আমাদের এ দূর্যোগ ও ঈদের সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে নুর আলম শরীফ ভাই। তিনি জন প্রতিনিধি না হয়েও সব সময় আমাদের খোঁজ-খবর রাখেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নুর আলম শরীফ রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের শ্বশানটিলার বকসু মিয়ার ছেলে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।