মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:- এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক ছালেহ আহমদ আটক! চৌকিদার আবু তাহেরের ভাষ্য স্থানীয় ০৬ নং ওয়াডের মেম্বারের নির্দেশে বেত্রাঘাত! সচেতন মহল বলছেন,যে হউক না কেন আইন হাতে নেওয়া অপরাধ। পুরো ইউপি সদস্য,শিক্ষক ও চৌকিদার জাতীর কলংক সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমুলক শাস্তির মাধ্যমে আগাছামুক্ত করা হোক। তাঁদের দায়ভার উল্লেখিত পেশার সকলে নিতে পারেনা। কেউ আইনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে এবং যে, সমস্ত লোক দাঁড়িয়ে মজা নিয়েছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক। জয়হোক মানবতার। প্রশাসন সময়োপযোগী ব্যবস্থা নিবেন স্থানিয় বাসিন্দাদের এটাই প্রত্যাশা।