মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: আজ বাংলাদেশ সরকারের সম্মানিত সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও সমন্বয়ক,
কক্সবাজার জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম জনাব হেলালুদ্দীন আহমদ স্যারের সভাপতিত্বে চকরিয়া ও পেকুয়া উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনলাইন প্লাটফর্মে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) জনাব জাফর আলম এমপি মহোদয়, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা দুইটির সম্মানিত উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি এবং পিআইও সংযুক্ত হন। মাননীয় সংসদ সদস্য কক্সবাজারে করোনা পরীক্ষার সামর্থ্য বৃদ্ধিকরণের লক্ষ্যে চকরিয়া উপজেলার মালুমঘাটায় ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে পিসিআর ল্যাব চালু করতে আর্থিক সহযোগিতা প্রদান ও চকরিয়ায় আইসোলেশন সেন্টার সুবিধা বর্ধিতকরণে সিটি হাসপাতাল প্রস্তুতকরণে সার্বিক সহযোগিতা প্রদান করবেন মর্মে সভায় জানান। এছাড়াও সংক্রমণের প্রেক্ষিতে সকল উপজেলাকে তিনটি জোনে বিভক্ত করে ম্যাপিং এবং রেড জোনে কঠোরভাবে লকডাউন নিশ্চিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।