গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নকে বরণ প্রদান করা হয়েছে। ৮ জুন সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয় এই বরণ অনুষ্ঠানের আয়োজন ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস.এম রফিকুল মন্ডল রিপন, ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিন্টু, ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু, পলাশবাড়ী এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ছাড়াও সংশ্লিষ্ট সকল দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।