Logo
HEL [tta_listen_btn]

মহেশখালীতে আবারও ছাত্রের উপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

মহেশখালীতে আবারও ছাত্রের উপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঝাপুয়ায় আজ ১৩ ই জুন এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দ্বারা মিজবাহ নামে একজন স্কুল শিক্ষার্থী আহত হয়। আহত মিজবাহ উদ্দিন কালারমারছড়া ইউনিয়নের ইউনুছ খালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। এই ঘটনার সুত্রপাত হয় সকাল ৯ টায় এবং সন্ত্রাসীদের একটি দল তার বাসায় গিয়ে মিজবাহ উদ্দিনকে (১৩) মারাত্নকভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ডান চোখ আঘাত করে। এছাড়া সন্ত্রাসীরা তার চোখে আঘাত করে শান্ত হননি বরং হত্যার উদ্দ্যেশে নিয়ে একপর্যায়ে মিজবাহকে গলা টিপে মারতে চেষ্টা করলে স্থানীয় মানুষের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরক্ষণে তাকে উদ্ধারকারীরা চিকিৎসার জন্যে বদরখালী সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। মিজবাহকে সন্ত্রাসীদের হাত থেকে বাচাতে তা মা হামিদা বেগমও আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়সুত্রে জানা যায়, সন্ত্রাসীরা দীর্ঘদিনের পরিকল্পনার প্রেক্ষিতে মিজবাহ এর পিতার অনুপস্থিতিতে তাকে হত্যা চেষ্টার সফল উদ্দ্যেশে নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিলেন উত্তর ঝাপুয়ার নুর মোহাম্মদ বদ এর ছেলে সানাউল্লাহসহ আরো ৫ জন ব্যক্তি জড়িত । সন্ত্রাসীরা দীর্ঘদিনধরে সমাজে বিভিন্ন অপরাধকর্মসহ দখলবাজ ও ত্রাস সৃষ্টিকারী হিসেবে বেশ পরিচিত। মাঠ পর্যায়ে দেখা যায় , ঘটনার সুত্রপাত হয়েছিলো দু-পক্ষের হাটাহাটির পথের বিষয় নিয়ে। উত্তর ঝাপুয়ার মাঝেরপাড়ার স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, দীর্ঘদিনধরে মিজবাহের পরিবার ও আরোও ১৬ এর অধিক পরিবার প্রায় ৩০ বছরের অধিক যে রাস্তা দিয়ে হাটাহাটি করছিলো। কিন্তু ২ সপ্তাহ আগে হামলাকারীরা তাদের পথটি বন্ধ করে দেয়। অবৈধভাবে পথটি বন্ধ করা্য আঘাতপ্রাপ্ত মিজবাহের পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধি খুলে দেওয়ার অনুরোধ করলেও তা কর্নপাত করেনি বরং পথ খুলে দেওয়ার অনুরোধ করায় আজকের বর্বর হামলার শিকার হয় ১৩ বছরের একজন স্কুল শিক্ষার্থী মিজবাহ। উক্ত এলাকার স্থানীয় মেম্বার মোস্তাক আহমদ এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে বলেন, অনেকবার পথের বিষয় নিয়ে সমাধানে আসতে বলা হয়েছিলো হামলাকারীদের কিন্তু তারা আইন অমান্য করে সেই বিষয়টিকে কেন্দ্র করে আজ স্কুল শিক্ষার্থী মিজবাহ এর উপর অর্তকিত হামলা চালায়। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কিশোর বড়ুয়া কাছ থেকে জানতে চাইলে, তিনি এই বিষয়ে অভিযোগ পাননি বলে জানান কিন্তু অভিযোগ পেলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com