Logo
HEL [tta_listen_btn]

মাদারীপুরে দানবীর ওয়াদুদ মিয়া’র খাদ্য উপহার সামগ্রী বিতরণ

মাদারীপুরে দানবীর ওয়াদুদ মিয়া’র খাদ্য উপহার সামগ্রী বিতরণ

মাসুদ হোসেন খান:

ইটালী প্রবাসী, প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ওয়াদুদ মিয়া( জনি মিয়া’র) সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে – জনি মিয়ার প্রতিষ্ঠিত “আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় ৩৫০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য উপহার সামগ্রীর তালিকায় রয়েছে – চাইল-২৫ কেজি (১বস্তা), আলু-৫ কেজি, ডাল-১ কেজি, সোয়াবিন তেল-১ লিটার, সাবান-১টি ও মাস্ক-১টি। সার্বিক সহযোগিতায় ছিলেন – মাদারীপুর জেলার স্হানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মধ্যে অন্যতম- মানব কল্যাণ সংগঠন মাদারীপুর, নকশী কাঁথা, দুরন্ত, পাকদী নবীন যুব সংঘ। গতকাল ২১ জুন ২০২০ ইং তারিখে মাদারীপুর সদর উপজেলায় জনি মিয়া’র নিজ গ্রাম- মধ্য পেয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন জনি মিয়া’র ভাতিজা – শফিকুল ইসলাম রানা ও রফিকুল ইসলাম সানা। সাংবাদিকদের শফিকুল ইসলাম রানা ও রফিকুল ইসলাম সানা জানান- আমার চাচা ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়া একজন দানবীর, সুদুঢ় প্রাবসে থাকলেও তার মন পরে থাকে প্রিয় মাতৃ ভূমির জন্য। তারই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ৩৫০ টি পরিবারের মাঝে খাদ্যউ পহার সামগ্রী বিতরণ করেন। তিনি বিগত দিনেও সাধারণ ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে আমাদের মাধ্যমে জানিয়েছেন। খাদ্য উপহার সামগ্রী বিতরণ এর সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মানাব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সভাপতি : কামাল হোসেন খান, সহ-সভাপতি : জাকির হোসেন, সহ-সভাপতি : সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : আলমগীর হোসেন সহ স্বেচ্ছাসেবী সংগঠন – নকশী কাঁথা, পাকদী নবীন যুব সংঘ, দুরন্ত মাদারীপুর ও আফতাব উদ্দিন ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবক বৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com