Logo
HEL [tta_listen_btn]

মাতারবাড়ীর প্রধান সড়ক জলাবদ্ধতা হয়ে পড়েছে

মাতারবাড়ীর প্রধান সড়ক জলাবদ্ধতা হয়ে পড়েছে

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা :

আজ ২৭ শে জুন মহেশখালী মাতারবাড়ী ইউনিয়নটি বাংলাদেশে বিভিন্ন কারণে বেশ আলোচিত একটি ইউনিয়ন। এই ইউনিয়নের দু’পাশে উত্তর ও দক্ষিণ পাশে দুটি বড় বড় প্রকল্প। একটি ১২শ এবং আরেকটি ১৩শ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে কাজ করতে চীন, জাপানসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রের নাগরিকগণ মাতারবাড়ীতে যাতায়াত করে থাকে। কিন্তু পরিতাপের বিষয় যে, উন্নত রাষ্ট্রের মানুষের সাথে কাজ করলেও আমরা আমাদের সেই নোংরা মানসিকতা এখনও ত্যাগ করতে পারি নাই।এই সে ২য় সিঙ্গাপুরে রাস্তা.! (ছবিতে পরিলক্ষিত।মাতারবাড়ীর সিএনজি স্টেশন সংলগ্ন রাস্তায় বৃষ্টির পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই দ্বায় কার?মানুষের অর্থনৈতিক বিল্বব ঘটলে সমাজ ও দেশের পরিবর্তন আসে। ঠিক তেমনি সিএনজি স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠেছে বড় বড় অট্টালিকা। কিন্তু প্রকৃতির কথা চিন্তা না করে গড়ে তুলা সেই দালান কোঠাই আজ পানি চলাচলের বড় প্রতিবন্ধকতা হয়ে দাড়িয়েছে। চারপাশে গড়ে উঠা দালানের মালিকরা অর্থের সন্ধান করেছে। প্রকৃতির সুবিধা চিন্তা করে নাই। সে জন্যই তো প্রকৃতি আজ চরমভাবে প্রতিশোধ নিচ্ছে। যা আজকে নিচ্ছে অদেখা অনুজীব করোনা ভাইরাস। এই ভাইরাসের কাছে পুরো পৃথিবী আজ দিশাহারা ও অসহায়। একদিনও সিএনজি স্টেশনের প্রকৃতিও তেমনি ভাবে প্রতিশোধ পরায়ন হবে, যদি আমরা এখনই পদক্ষেপ না নিই। বছরে দুইবার কয়লা বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের রাস্তা গুলো সংস্কার করবে। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য বিদেশী যাতায়াত করছে, প্রকল্পে কাজ করার জন্য। একবার কি ভেবেছেন, এই জলাবন্ধতার জন্য কি রকম তাদের কাছে মাতারবাড়ীর সমগ্র মানুষ উপস্থাপিত হচ্ছে। যার প্রভাব পড়ছে স্থানীয়দের প্রকল্পে চাকরির ক্ষেত্রে। তাই মাতারবাড়ীর অভিভাবকতুল্য নেতাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com