Logo
HEL [tta_listen_btn]

তিন ক্যাডারের হাত ধরেই নিয়ন্ত্রণে আছে কালিয়ার করোনা পরিবেশ

তিন ক্যাডারের হাত ধরেই নিয়ন্ত্রণে আছে কালিয়ার করোনা পরিবেশ

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) সংবাদদাতা :

মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে গোটাবিশ্ব এখন কঠিন সময় পার করছে। ঠিক এমন সময় মানুষের জন্য নিজেদের জীবন বাজী রেখে সাধারণ জনগনের জীবনের সুরক্ষার কাজ করে চলেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ নাজমুল হুদা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজিবুল আলম ও সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার এবং তাদের বাহিনী। তাহাদের নিরলস পরিশ্রম কালিয়ায় করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়! এই তিন কর্মকর্তা কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে লোকজনকে সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করে চলেছেন নিরলস ভাবে। সাথে আছেন কালিয়া ও নড়াগাতির বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের ভুমিকা নিয়ে কালিয়া জনপদের বাসিন্দাদের অত্যন্ত ইতিবাচক মনোভাব। করোনাভাইরাস এর মৃতদেহ সৎকার থেকে শুরু করে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার ও ঔষধ সামগ্রী পৌঁছে দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে কালিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। কালিয়া উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিবুল আলম। অপরদিকে, মহামারীর ভেতর চলতে থাকা কালিয়া জনপদের নিত্য দিনের সঙ্গী হামলা মামলা খুনাখুনি সামলে করোনাভাইরাস মোকাবেলায় জনগনকে সঠিক পথে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্চেন বাংলাদশ পুলিশের একজন সদালাপী নিরহংকার সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com