Logo
HEL [tta_listen_btn]

বাপ চাচা বলে গ্রামে করোনা নাই, দাদা বলে গুজব

বাপ চাচা বলে গ্রামে করোনা নাই, দাদা বলে গুজব

সত্যি অবাক করার মত শিরোনামটা। অবাক তো তারাই হবে ,যারা কিনা কখনো গ্রামের সংস্পর্শে আসে নি । কিংবা মাঝে মাঝে আসে তাও আবার অল্পক্ষণের জন্য । কিন্তু আমার মত গ্রামীণ জনপদে বসবাস করা মানুষের কাছে যেন শিরোনামটা স্বাভাবিক বিষয় । মাঝে মাঝে আমার আশেপাশের লোকজনকে উৎসাহের বশে কথোপকথন করি করোনা নিয়ে। যখন জানতে চাই বাবা- চাচার বয়সের লোকজনের কাছে করোনা নিয়ে ।তখন মৃদু হাসি দিয়ে বলে,” গ্রামে করোনা নাই ।” নানা ধরনের অযথা যুক্তিও কলাগাছের মত সামনে দাড় করে। যদি একটু বুঝাতে চাই করোনাকে নিয়ে । তাহলে বেয়াদব হয়তো তখনই বনে যাব । সাথে কিছু নীতিকথাও শুনবো। তাই সেদিকে আর পা বাড়াই না। কিন্তু জমে উঠে দাদার বয়সী লোকজনের সাথে। করোনা নিয়ে যখন কিছু বলি, তখন দাদার বয়সী লোকেরা বলে ,” করোনা তো গুজব ।” এমন ভাবে বলে যেন স্বচক্ষে সাক্ষী সে। এমন আজগুবি কথা শুনে যদিও তারুণ্যের রক্ত ক্ষেপে উঠে । কিন্তু কিছু আর করার থাকে না। তাদেরকে বোঝানো যেন হেঁটে হেঁটে মঙ্গল গ্রহে যাওয়ার মত দুঃসাধ্য কাজ। আমার তো আবার মঙ্গল গ্রহে হেঁটে হেঁটে যাওয়ার ইচ্ছা নাই। মাঝে মাঝে একা একা ভাবি, গ্রামে এমন অসচেতনতার কারণ কি? হয়তো ক্ষুদ্র জ্ঞানে বোধ করি এদেরকে সঠিকভাবে জানানোর অভাব । সেই সাথে ধর্মীয় উপসনালয়ে করোনা নিয়ে সচেতনমূলক কথাবার্তা বলার অভাব । স্থানীয় প্রশাসনেরও কমতি মানতে হবে। সবকিছু সমাধান হোক, ফিরে আসুক সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে থাকবে না করোনায় মৃত পিতার কাছে সন্তানের না যাওয়ার ঘটনা। থাকবেনা কোন আতঙ্ক। প্রত্যাশা করি সেই আগামী শুভদিনের ।

শেখ সায়মন পারভেজ হিমেল, উপজেলা ঈশ্বরগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com