Logo
HEL [tta_listen_btn]

অফিসের লোক না হয়েও মিটার রিডিং করতে এসে তোপের মুখে ফখরুল ইসলাম

অফিসের লোক না হয়েও মিটার রিডিং করতে এসে তোপের মুখে ফখরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুতের মিটার রিডিং করতে এসে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তি গ্রাহকদের তোপের মুখে পড়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুরে জামতলার নুরুদ্দিন টাওয়ারে এ ঘটনা ঘটে। বহুতল ভবনটিতে ৪০টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট মালিকরা জানান, ফখরুল ইসলাম বিদ্যুৎ অফিসের কেউ না। সরকারি কোন প্রতিষ্ঠানের কর্মচারীও নন। তবুও প্রতিবার বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডার হিসেবে তথ্য নিয়ে আসেন। তার তথ্যের উপর ভিত্তি করেই দেওয়া হয় বিদ্যুৎ বিল। তিনি যে সরকারি কোন কর্মচারী নন সেটা ফ্ল্যাট মালিকরা জানতেন না। রোববার দুপুরে ফখরুল ইসলাম নামে ওই ব্যক্তি মিটার রিড করতে আসলে তাকে অস্বাভাবিক রিডিংয়ের নানা প্রশ্ন করলে এক পর্যায়ে বিষয়টি সামনে আসে। পরে তাকে আটক করে রাখে জামতলার নুরুদ্দিন টাওয়ারের বাসিন্দারা। ফ্ল্যাট মালিকদের তোপের মুখে পড়ে ওই ব্যক্তি জানান, বিদ্যুৎ অফিসের হয়ে মিটার রিডার হিসেবে কাজ করেন তিনি। তিনি সরকারি কোন কর্মচারী নন। পরে খবর দেওয়া হয় ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিদ্যুৎ অফিসের লোকজনকে। পরে আসেন পরিদর্শক জসিম। পরে তাদের নিয়ে আলোচনায় বসেন ফ্ল্যাট মালিকরা। এ সময় উপস্থিত ছিলেন ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ খাজা এবায়দুল হক টিপু। নুরুদ্দিন টাওয়ারের ফ্ল্যাট মালিক সমিতির কোষাধ্যক্ষ, নিউ সমবায় মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি খাজা এবায়দুল হক টিপু জানান, প্রতিবারই উনি এসে মিটার রিডিং করেন। কখনই তার পরিচয় খতিয়ে জানতে চাওয়া হয় নাই। কিন্তু লকডাউনের কারণে দীর্ঘদিন মিটার রিডিং বন্ধ ছিল। যার ফলে রিডিংয়ের তথ্য নিয়ে কিছু ঝামেলা তৈরি হয়। এ নিয়ে তাকে প্রশ্ন করলে সে কোন উত্তর দিতে পারেনি। পরে তার পরিচয় জিজ্ঞেস করলে সে নিজেকে বিদ্যুৎ অফিসের লোক বলেই পরিচয় দেয়। পরে জানতে পারি সে আসলে বিদ্যুৎ অফিসের কেউই না। তিনি বলেন, যতদূর বুঝতে পেরেছি বিদ্যুৎ অফিস থেকে সাবকন্টাক্টে লোক রাখা হয়। তাদেরই একজন এই ফখরুল ইসলাম। তাকে আমরা বসিয়ে রেখে ইন্সপেক্ট জসিম সাহেবকে ফোন দিয়ে আসতে বলি। পরে তিনি আমাদের মিটার রিডিংয়ের বিষয়টা ক্লিয়ার করেন। তবে সরকারি কর্মচারী না হয়ে মিটার রিডিংয়ের বিষয়টি বোধগম্য হয়নি। এ বিষয়ে ফতুল্লার পঞ্চবটির বিদ্যুৎ অফিসের পরিদর্শক মোহাম্মদ জসিম জানান, আসলে কিছু ঝামেলা তৈরি হয়েছিল। আমরা গিয়ে সমাধান করে দিয়ে আসছি। তবে তাদের হয়ে অন্য কেউ মিটার রিড করছেন কেন এমন প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন উত্তর দেননি। তিনি বলেন, এইটা তেমন কোন বিষয় না ভাই। আপনি অফিসে আইসেন বুঝিয়ে বলা যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com