বিভাগীয় প্রধান, চট্টগ্রাম-রায়হান হোসাইনঃ
হালিশহর থানার ওসি রফিকুল ইসলামকে নিত্যদিন অভিযান পরিচালনা করতে দেখা যায়। মাদকের ব্যাপারে এমন শক্ত হাতে কেন এতোটা সক্রিয় বা এমন কঠোর ভুমিকা রাখতে চান এ প্রশ্নের জবাব মিলবে থানায় গেলে। তবে কঠোর পরিশ্রমি এ ওসিকে অলস সময় কাটাতে মোটও দেখা যায় না। থানায় গিয়েও দেখা পাওয়া কঠিন। তিনি সব সময় মাঠ পর্যায়ে সক্রিয় থাকেন । তার এই নিত্যদিনের অভিযান অপরাধী ও সন্ত্রাসী,মদককারবারিদের আতংকেরও কারন ।আর অন্যদিকে সাধারন জনসাধারন ও এলাকাবাসির সস্তির কারনও বটে ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।