এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার খাজুরা উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। জয় পরিষদের নলডাঙ্গা উপজেলার সভাপতি শফিউল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও পরিষদের নলডাঙ্গা উপজেলার শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি’ রসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয় পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি এস এম ফকরুদ্দিন ফুটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুবায়ের খন্দকার (বুলেট)। প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন,সজীব ওয়াজেদ জয় পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি ইমরুল হোসেন রুবেল,জয় পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান মন্ডল, অমল কুমার প্রামানিক, আইন বিষয়ক সম্পাদক রিনা পারভীন শিউলি, মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানী, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মন্টু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দরুদ আলী সহ জেলা উপজেলার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।