এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৮ডিসেম্বর) শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও সন্তান কমান্ডের ব্যানারে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান আঞ্জুমান আরা পপি, আসাদুল ইসলাম বাবু প্রমুখ। বক্তারা জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে মৌলবাদি গোষ্টি দৃষ্টতা দেখিয়েছে। তাদের এই দৃষ্টতা আগামী দিনে কঠোর হস্তে দমন সহ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।