Logo
HEL [tta_listen_btn]

ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে মাহিন্দ্রর ড্রাইভারকে থামিয়ে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিট

ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে মাহিন্দ্রর ড্রাইভারকে থামিয়ে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিট

মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ২নং কেতকীবাড়ী ইউনিয়নের আজিজুল ইসলাম এর ছোট ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম বুলর ছোট ভাই জুয়েল,একই ইউনিয়নের আনায়রুল ইসলামের পুত্র নুরনবীকে মারপিট করে জুয়েল নামের এই যুবক। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সরজমিনে গিয়ে জানা যায়,মাহিন্দ্র ড্রাইভার নুরনবী (১৯) গত বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০) সকাল ১০ টায় রাস্তা দিয়ে বালুর গাড়ি নিয়ে যাচ্ছিল । এমন সময় গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে জুয়েল। চাঁদা দিতে অস্বীকার করায় । নূর নবীকে বেপরোয়াভাবে মারধর করে জুয়েল । ফরিদুল নামের এক যুবক বাধা দিতে গেলে তাকেও মারতে থাকে জুয়েল।এক পর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জুয়েল। পরে বিষয়টি ইউনিয়নের ইউপি সদস্যকে অবগত করলে। তিনি গ্রামের কয়েক জন কে নিয়ে বিষয়টি মীমাংসা করেন । এই মীমাংসা মানতেও রাজি না গ্ৰামের মানুষ। জুয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন গ্রামেরে মানুষ। এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছিল জুয়েল। কিন্তু প্রভাবশালী হওয়ার ফলেই, গ্রামের মানুষ সঠিক বিচার পায়নি। তাই গ্রামের মানুষের একটাই দাবি, জুয়েলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কেউ গরিব-দুঃখীদের নির্যাতন করতে না পারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com