Logo
HEL [tta_listen_btn]

বিএনপির পদত্যাগী  ১১ নেতাকে হুঁশিয়ারি

বিএনপির পদত্যাগী  ১১ নেতাকে হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা
মহানগর বিএনপির আহŸায়ক কমিটি থেকে পদত্যাগ করা ১৪ জন নেতার মধ্যে ১১ জনকে পদত্যাগপত্র প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া অশালীন বক্তব্যের ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এসময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান সংগঠনের নেতারা। মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যকারী সভা শেষে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে একথা জানান সংগঠনের আহŸায়ক এড. হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও ৩ সিনিয়র নেতার পদত্যাগপত্র প্রত্যাহার গ্রহণ করা হবে না এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানান তারা। সেই সাথে মহানগর বিএনপিকে একটি সুশৃংখল সংগঠনে পরিণত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ড্রিঙ্ক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক এড. সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু ও এমএইচ মামুন। কার্যকারী সদস্য এড. রফিক আহমেদ, রাশিদা জামাল, এড. এইচএম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান দুলাল, ডা. মুজিবুর রহমান, ফারুক আহমেদ রিপন, কামরুল ইসলাম চুন্নু, ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান মিঠু, বরকতউল্লাহ, হাসান, হুমায়ুন কবির, মাসুদ রানা ও শাহিন আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com