Logo
HEL [tta_listen_btn]

অস্ত্রসহ আটককৃত  ৩ ডাকাত কারাগারে

অস্ত্রসহ আটককৃত  ৩ ডাকাত কারাগারে

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা :
র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ আটককৃত ৩ ডাকাতকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আসামিরা হলেন- মোঃ রাশেদ (২৪), মোঃ সোহেল ও মোঃ জাবেদ হোসেন (২৩)। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আসামিদের আদালতে উঠানো হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলমের আদালত আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্বরনী পোল্ডার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এবিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ এএসআই আজমল হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত একটি ডাকাতি মামলার ৩ আসামিকে গতকাল আদালতে পাঠানো হয়। কিন্তু, সে সময় আসামিদের পক্ষে কোন রিমান্ড বা জামিন আবেদন করা হয়নি বিধায় বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালন করার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ একটি ডাকাত চক্র এমন একটি খবর আসে র‌্যাবের কাছে। সেই খবরের প্রেক্ষিতে র‌্যাব তাৎক্ষণিক অভিযান শুরু করে মহাসড়কটিতে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্বরনী পোল্ডার রোড এলাকায় র‌্যাবের টহল দলটি পৌঁছলে ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে থাকে। তখন র‌্যাব তাদের ধাওয়া করে তিনজন ডাকাতকে আটক করে। এসময় বাকি আরও ছয় ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‌্যাব তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি স্ক্রু ড্রাইভার, একটি দেশীয় তৈরি এলজি, দুটি চাপাতি, একটি রামদা, একটি সেলাই রেঞ্জ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সময় পরিবহনে ডাকাতি করে আসছিলো। তারা সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com