Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁওয়ের নোয়াঁগাও ইউনিয়নের লাধুরচরে ডেজারে মাটিকাটা বন্ধ করে দিলেন ইউএনও সাইদুল ইসলাম

সোনারগাঁওয়ের নোয়াঁগাও ইউনিয়নের লাধুরচরে ডেজারে মাটিকাটা বন্ধ করে দিলেন ইউএনও সাইদুল ইসলাম

সোনারগাঁও প্রতিনিধি : – ৩০ মার্চ সন্ধ্যায় ৬ টাতে সোনারগাঁও উপজেলাধীন লাধুরচর গ্রামের, ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দিয়েছেন ইউএনও সাইদুল ইসলাম । দীর্ঘ দিন যাবৎ নোয়াগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন ফসলি জমি ও সরকারি পতিত জমি মাটি ডেজার দ্বারা কেটে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছিল । এলাকাবাসীর অভিযোগর তোয়াক্কা না করে , আনোয়ার মেম্বার নিজে ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য দ্বারা অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে ভিবিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলেন । ৩০ মার্চ আনুমানিক সন্ধ্যায় ৬ টাতে সরেজমিনে সোনারগাঁও উপজেলা ইউএনও সাইদুল ইসলাম , এসিল্যান্ড , নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান উপস্থিতিতে, শত শত জনসাধারণেরঅভিযোগ শুনে মাটি কাটা বন্ধ করে দেন । এতে করে ভুক্তভুগী নিরীহ কৃষকগণ স্বস্তির নিশ্বাস ফেলে ।এলাকাবাসী সন্তুুষ্ট হয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান । এলাকা সূত্রে জানাযায় , বিভিন্ন ভাবে চেস্টা করেও এ মাটি কাটা বন্ধ করাতে পারছিলেনা জনসাধারণ । নোয়াগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম জানান , আনোয়ার মেম্বারের ভয়ে কেউ প্রতিবাদ করে না । নিরীহ কৃষকের জমির উপর দিয়ে মাটির গাড়ী চালায়ে, তার অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছে । কেউ প্রতিবাদ করতে গেলে, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় । ইতিপূর্বে মাটি কাটা বন্ধ করা হয়েছিল । কিন্তুু বিভিন্ন কৌশলে পূনরায় ডেজারে মাটি কাটা শুরু করে। মাটি বিক্রয় করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । এলাকাবাসীর ও স্থানীয় জনসাধারণের জোর দাবী আর যেন মাটি কাটা না হয় । এলাকায়বাসীরা আরো জানান ,পৃথিবীতে করোনা ভাইরাস এর ভয়ে মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে । কিন্তুু আনোয়ার মেম্বার এই নিয়ে কোন প্রকার চিন্তা না করে, দিনে-রাতে শত শত গাড়ী দিয়ে ধুলো বালি উড়িয়ে এলাকা অন্ধকার করে পরিবেশ দূষিতকরে মাটি বিক্রি করছে । জনসাধারণের চলাচলের রাস্তা নষ্ট করছে। বারদী হতে ঢাকাগামী রাস্তায় প্রায়ই দূর্ঘটা হয় ধুলো রাস্তা অন্ধকার হয়ে যাওয়ার কারনে । ইউএনও সাইদুল ইসলাম বলেন , যত দূরত্ব সম্ভব ভাঙ্গা রাস্তাটি মেরামতের ব্যাবস্থা করে দিবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com