Logo
HEL [tta_listen_btn]

বাম জোটের সমাবেশ ও মিছিল

বাম জোটের সমাবেশ ও মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি :
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ করা এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ২নং রেল গেইট সৈয়দ আলী চেম্বারের সামনে সমাবেশ ও পরবর্তীতে শহরে মিছিল অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদের সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, বিমল চন্দ্র দাস, আবু নাঈম খান বিপ্লব, আবু হাসান টিপুুুু প্রমুখ। নেতবৃন্দ বলেন, কুমিল্লা, হাজীগঞ্জ, চৌমুহনী, পীরগঞ্জসহ সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসে দেশবাসী স্তম্ভিত। মন্দির, হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান জ্বলছে, অথচ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি কেউ এগিয়ে এলো না । যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে খুঁজে বের করতে সময় লাগে না, সেখানে এতো শক্তিশালী গোয়েন্দা সংস্থাও কিছু টের পায়নি। ফলে ভুক্তভোগীসহ দেশবাসী মনে করে সরকারের ইঙ্গিত ছাড়া কয়েক দিন ধরে এই সাম্প্রদায়িক সন্ত্রাস চলতে পারে না। ফলে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করা সময়ের দাবি। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে। নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৭১ সালে যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দেশটা স্বাধীন হল। গত ৫০ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে শাসকগোষ্ঠি দেশ শাসন করে সাম্প্রদায়িক মননের সামাজিকরণ ঘটিয়েছে। ফলে আজ প্রয়োজন সংবিধানের ৩২ নং ধারা পুনস্থাপণ করে ধর্মীয় রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা। রাষ্ট্রধর্ম বিল ও সংবিধানের উপর বিসমিল্লাহ্ বাতিল করা । ধর্মীয় আলোচনার নামে ভিন্ন ধর্মের বিরুদ্ধে ও নারী বিদ্বেষী বক্তব্যদানকারীদের বিরুদ্ধে প্রদক্ষেপ নেয়া। নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com