Logo
HEL [tta_listen_btn]

জেলা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভায় লিয়াকত আলী  মিলনায়তন এক ধরণের প্রার্থণার স্থল

জেলা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভায় লিয়াকত আলী  মিলনায়তন এক ধরণের প্রার্থণার স্থল

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় লিয়াকত আলী লাকী বলেন, শিল্পের উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে ৮টি জেলায় নতুন করে একাডেমিক ভবন তৈরি করা হয়েছে। ১৯৪টি উপজেলায় কালচার সেন্টার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদ, মন্দির আছে কিন্তু সেখানে প্রার্থণা করার মানুষ নেই তাহলে সেটা কেমন দেখায়? মনে রাখতে হবে এই মিলনায়তন আমাদের এক ধরণের প্রার্থণার স্থল। শিল্পির দ্বায়িত্ব হাটুকে নয় হৃদয়কে কাঁপাতে হবে।  তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। স্বাধীনতা থেকে শুরু করে অনেক কিছুতে এর অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে যদি প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিয়মনীতি অনুযায়ী চলে। এ ব্যাপারে মিলনায়তনে যারা ব্যবস্থাপনায় থাকবেন তাদেরকেই এ বিষয়গুলো দেখতে হবে। তাহলেই এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা সম্ভব।  এসময় সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি প্রার্থী মো. শাহজাহানসহ অন্য নেতৃবৃন্দ লিয়াকত আলী লাকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন পরিদর্শন করেন।  নারায়ণগঞ্জ জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, সম্মিলিত নাট্যকর্মী জোটের বিদায়ী সভাপতি হুমায়ুন কবীর, আসন্ন কমিটির সভাপতি প্রার্থী মো.শাহজাহান, সাংবাদিক ও নাট্যকর্মী এম. আর হায়দার রানা, নাট্যশিল্পী সমিতির সভাপতি এস.এম ইকবাল রুমি, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন এর সাধারণ সম্পাদক চন্দন রেজাসহ নারায়ণগঞ্জ ও বিভিন্ন জেলা থেকে আগত নাট্যশিল্পীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com