Logo
HEL [tta_listen_btn]

ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উপলক্ষে শুক্রবার (৩ জুন) কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে ঊষা কীর্তণ, বাবার বাল্যভোগ, সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ মধ্যাহ্নে রাজভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতা পাঠ আস্বাদন করেন, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক। দুপুর ২টায় ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে মানব সেবায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে মন্দির কমিটির সহ-সভাপতি বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংবাদিক রণজিৎ মোদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গীতা সংঘের প্রকাশনা সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার। অনুষ্ঠানে আরো আলোচনা করেন, ডা. পরেশ চন্দ্র মন্ডল ও নজরুল গবেষক হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দির কমিটির সহ-সভাপতি জহরলাল সরদার, সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাস ও কোষাধ্যক্ষ অবিনাশ রক্ষিতসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রী অবিনাশ সরকার জানান, আমাদের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে সুন্দর ও সুষ্ঠুভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা সকল ভক্তবৃন্দ আনন্দিত। এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা ভবিষ্যতেও আমাদের থাকবে। এছাড়াও নয়ামাটি লোকনাথ মন্দির, মাসদাইর শশ্মানের লোকনাথ মন্দির, বাড়ৈভোগ মন্দির ও দেওভোগ লোকনাথ মন্দিরসহ আরো বেশকিছু মন্দিরে লোকনাথ বাবার ১৩২তম তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com