Logo
HEL [tta_listen_btn]

‘খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের খবর ভিত্তিহীন’

‘খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের খবর ভিত্তিহীন’

 ঢাকা অফিস:  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।‘তিন বছর পর দলের স্থায়ী কমিটির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করেছেন‘- এই শিরোনামে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান  বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে তিন বছর পর স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেছেন বলে যে সংবাদ প্রচার হচ্ছে তা মোটেও সত্য নয়। এটা একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে কোনো একটি মহল।’

শায়রুল কবির খান আরো বলেন, ‘যদি ম্যাডাম (খালেদা জিয়া) এমন কিছু করতেন তাহলে তো সব গণমাধ্যমকে আগে থেকেই জানানো হতো। আর ম্যাডাম অসুস্থ, তিনি কী করে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন।’বিএনপির পক্ষ থেকে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও গুজব রটানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দলের নেতাকর্মী ও সবার কাছে আহ্বান জানানো হয়েছে, এ ধরনের মিথ্যা, অসত্য, বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com