Logo
HEL [tta_listen_btn]

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ১৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে শনিবার (২৭ মে) বিকেল ৪টায় গলাচিপার মোড়, চেয়ারম্যান বাড়ি, রূপার বাড়ির মোড় ও মাসদাইর বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন, ১৩নং ওয়ার্ড শাখার সম্পাদক কমরেড আব্দুস সোবাহান মিয়া ও সঞ্চালক ছিলেন, কমরেড মৈত্রী ঘোষ। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য কমরেড দুলাল সাহা, কমরেড বিমল কান্তি দাস, কমরেড জাকির হোসেন, কমরেড সুজয় রায় চৌধুরী বিকু, কমরেড ইকবাল হোসেন, কমরেড শোভা সাহা, কমরেড রনজিত কুমার দাস, কমরেড মো. শাহজাহান, আব্দুল মোতালেব প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সকল নিত্যপণ্যের মূল্য দফায় দফায় বাড়ানো হচ্ছে। সার, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যও বেড়ে চলেছে। একদিকে লুটেরা বাজার সিন্ডিকেট আর সেই সাথে সরকার ১৬ কোটি মানুষের পকেট কেটে টাকা লুটে নিয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষের আয় তো বাড়ছে না। শ্রমজীবী মানুষ অল্প খেয়ে দিন কাটাতে চেষ্টা করে যাচ্ছে। অব্যাহত লুটপাটের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আজ বাঁচার অন্য কোন পথ নেই। এই বিপদজনক পরিস্থিতি মোকাবেলায় নেতৃবৃন্দ জনগণকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু করার দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com