কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ও দক্ষিন ইউনিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয় । মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক আলাহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সুযোগ্য সন্তান ,মুরাদনগর উপজেলার সম্মানীত চেয়ারম্যান ড,আহসানুল আলম সরকার কিশোর , বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য অসিত বরন সরকার (সংকর) দক্ষিনের ইউপি সদস্য মো,ইব্রাহিম , মো, লালন , স্বপন মিয়া , অহিদুর রহমান (সাবেক ) উত্তরের ইউপি সদস্য আব্দুল মোমেন ,মোঃসাদেকুর রহমান ,সাইদুর রহমান সাইদ , উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমার কাজল ,রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সফিকুল ইসলাম ,তেমুরিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও,আবু হানিফ সরকার ,হাফেজ আলআমিন , রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম মাও, বায়েজিদ আহমেদ আল আযাদী ,হাজী বজলুর রহমান মাষ্টার ,আযাদ মাষ্টার ,যুবলীগ নেতা কাউছার আহমেদ , নুরুল ইসলাম , রং মনির ,বাছীর উদ্দীনসহ ছাত্রলীগ ,যুবলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন , দুটি ইউনিয়নের প্রায় ৮ শত অসহায় মানুষের হাতে কম্বল বিতরন করা হয় ।