ভারত থেকে আনা হলো ৭ টন পটকা-আতশবাজি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন হবে আগামী ১৭ মার্চ। এ উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। যদিও বিশ্বে করোনার থাবার কারণে সে পরিকল্পনায় এসেছে কিছু পরিবর্তন। তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে আগেই ঘোষণা এসেছিল উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আতশবাজি ও পটকা ফাটানো হবে। সে লক্ষ্যেই শনিবার ভারত থেকে দুটি ট্রাকে করে সাত টন পরিমাণ পটকা ও আতশবাজি আনা হয়েছে।
জানা যায়, শনিবার রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে এসব পটকা বহনকারী দুটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে আসে। ট্রাক দুটিতে মোট সাত টন পরিমাণ পটকা ও আতশবাজি ছিল বলে জানা গেছে।
পটকাগুলো গ্রহণ করেন সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম। তিনি বলেন, সরকারিভাবে মুজিববর্ষ উৎযাপন উপলক্ষেই এসব পটকা ভারত থেকে আমদানি করা হয়েছে। আগামী ১৭ তারিখ এসব পটকা ও আতশবাজি পোড়ানো হবে।