Logo
HEL [tta_listen_btn]

বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের আলো নিউজঃ-

বাংলাদেশে আসন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্স আলোচনার শুরুতে তিনি এ আহবান জানান।

বাংলাদেশে প্রতিবছর ১৪ ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপিত হয়। এদিনে হাজার-হাজার মানুষ দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।

করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলা দেশে চলমান সরকারি ছুটি আরো বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“নববর্ষের অনুষ্ঠান আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতে আপনারা করতে পারি। বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ,” বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখতে বলার বিষয়টি তার জন্য কষ্টের বিষয়।

“কষ্ট বেশি লাগছে আমার। এটা ঠিক যে নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করে। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে এই কারণে যে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই কিন্তু এটা আমরা বন্ধ রাখছি,” বলেন শেখ হাসিনা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com