দেশের আলো নিউজঃ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে শরীফ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ এপ্রিল) সকালে কাশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাড়ৈভোগ আদর্শনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শরীফ হোসেন ওই এলাকার আলম মাদবরের ছেলে।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসেন। তিনি বলেন, ওই এলাকায় দুটি গ্রুপ রয়েছে। তাদের মধ্যে স্থানীয় ইস্যু নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। আমাদের টিম কাজ করছে। নিহতের স্বজনরা দেশের আলোকে জানায় আদর্শ নগর এলাকার কিছুলোকজনের সাথে পূর্ব শত্রুতা ছিল ! তার জের ধরেই তাকে হত্যা করা হইয়েছে !
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।