আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার মাসুদা বেগম (৩০) নামে এক নারীর দেহে করোনাভাইরাস সংক্রমণ উপস্থিতি পাওয়া গেছে। তিনি উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তার নিজ বাড়ি দয়াকান্দায় কয়েক দিন ধরে অবস্থান করছিলেন। এই প্রথম আড়াইহাজার উপজেলায় কোনো ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, বন্দর থেকে এই নারী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। তার পরও একজন আক্রান্ত হয়ে গেলো। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডা. সায়মা ইসলাম ইভা বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. ইভা মুঠোফোনে বলেন, মাসুদা বেগম নারায়ণগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। এক পর্যায়ে তার সর্দি, কাশি ও জ্বর উপসর্গ দেখা দেয়। পরে ৬ এপ্রিল শ্যাপল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়ছিল। তার শরীরে করোনাভাইরাস উপস্থিত শনাক্ত করা হয়। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত নারী দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। স্বামী পরিত্যক্তা এই নারী বন্দর নবীগগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।