স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, তার স্ত্রী নবীগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাসহ পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
জানা যায়, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন দিপু। এর মধ্যে অনেক চেষ্টা করেও তার নমুনা সংগ্রহ করানো যায়নি। পরে রোববার (১২ এপ্রিল) তার নমুনা ঢাকা পাঠানো হয়। সেই নমুনা রিপোর্টে তিনি ও পরিবারের ৩ সদস্যের করোনা পজিটিভ এসেছে।
এ জেলায় তিনিই প্রথম সাংবাদিক যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে তার ভবনে বসবাস করা একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।