Logo
HEL [tta_listen_btn]

নড়াইলের কৃষকের মুখে হাসি ফোঁটানোর জন্য মাশরাফীর অবদানের শেষ নেই 

নড়াইলের কৃষকের মুখে হাসি ফোঁটানোর জন্য মাশরাফীর অবদানের শেষ নেই 

মো: জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি : করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকট, চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন নড়াইলের কৃষক ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে নড়াইলের কৃষকদের জন্য স্বস্তিদায়ক সংবাদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়, নড়াইল জেলার জন্য ১ টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছে। যা ইতোমধ্যে নড়াইলে এসে পৌছেছে এবং অল্প কয়েকদিনের মধ্যে আরো ৩টি মেশিন নড়াইলে পৌছাবে। নড়াইল জেলার কৃষি বিভাগের তত্ত্বাবধায়নে এই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হবে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি নড়াইল জেলার কাছে অনেক অনেক বড় একটি আনন্দের বার্তা। আর এ বার্তাটি নিয়ে এলেন গরীবের বন্ধু মাশরাফী। করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় কৃষক রত্ন শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে আমাদের কৃষক ভাইদের ও সর্বোপরি আমাদের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর একারণে পত্রপত্রিকা মারফত এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। ২১ এপ্রিল ২০২০ পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আজ একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন নড়াইলে এসে পৌছেছে। নড়াইলের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোয় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা কৃষক রত্ন শেখ হাসিনাকে নড়াইলের আপামর জনতার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ কৃতজ্ঞতা মাননীয় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক মহোদয়ের প্রতি। আর প্রয়োজনের সময় এভাবে নড়াইলের কৃষকদের পাশে দাঁড়ানোয় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজার। কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম, এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়,সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষক ভাইদের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির সুফল পাবেন আমাদের কৃষক ভাইয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com