শেখ ফজলে রাব্বি জামালপুর : জামালপুরে মেলান্দহ উপজেলায় নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, ঐ দুই যুবতীর নমুনা সংগ্রহ করা হয় ২০শে এপ্রিল সকালে। নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ । নতুন ২ জন নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ৬১ জনে পৌঁছলো।নতুন আক্রান্তরা হলেন : জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের ১৮ ও ১৬ বছর বয়সী দুই যুবতী । মেলান্দহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফজলুল হক দেশের আলোকে জানান,আক্রান্ত ওই দুই যুবতী ঢাকা ফেরত, তারা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো। তারা ১৫ এপ্রিল ঢাকা থেকে উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। তারা একই পরিবারের সদস্য।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।