আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত আড়াইহাজার থানা শ্রমিক দল নেতা ইয়াসিন আরাফাতের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু। শনিবার দুপুর ১২টার দিকে তারা ইয়াসিনের নিজ বাড়ি মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দিতে যান। তিনি বর্তমানে চিকিৎসাধীন থাকায় তার ফুফু রুনা আক্তারের সাথে সাক্ষাত করেন এবং ইয়াসিন আরাফাতের শারীরিক খোঁজখবর নেয়। এক পর্যায়ে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পারভীন আক্তার বলেন, আহত থানা শ্রমিক দল নেতা আরাফাতের খোঁজখবর নিয়েছি। আমি তার পাশে রয়েছি এবং থাকব। তার নিকট আত্মীয় ফুফু রুনা আক্তারের হাতে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছি। রুনা আক্তার বলেন, আহত আরাফাতের চিকিৎসায় পারভীন আক্তার ও আনোয়ার হোসেন অনু’র পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ায় আমি আনন্দিত। এই সহযোগিতা তার চিকিৎসা কাজে ব্যয় করা হবে। বিপদের মুহুর্তে তাদের পাশে পেয়ে এলাকাবসীরা এই দুইনেতাকে অভিনন্দন জানান। প্রসঙ্গত. তিন দিন শ্রমিক দল নেতা মাধবদী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকার নূরজাহান প্রাইভেট হসপিটালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।