আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বৃহম্পতিবার দুপুর ১২টার দিকে পাপিয়া (১৯) নামে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনামগঞ্জ জেলার জগনাথপুর থানাধীন হলদেপুর ইউনিয়নের জয়নালের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শিমুলতলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পড়নে কফি রঙয়ের বোরকা ও থ্রি-পিস ছিল। গায়ের রঙ ফর্সা। গলায়, চোখের নীচে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। সূরতহাল প্রতিবেদনকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রোকনউদজামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ বলতে পারেনি। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ বের হয়ে আসবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।