দেশের আলো রিপোর্ট:
কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই নারায়ণগঞ্জে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। জেলায় এপর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে। নতুন করে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্তেরর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪৭ জনে। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১২৪ জন, মোট আক্রান্ত ৩০৪৭জন। মোট মৃত্যু ৮৫ জনের। নতুন করে ৭জনসহ মোট সুস্থ হয়েছেন ৮১৩জন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের মোট আক্রান্তেরর সংখ্যা ছিল ২৯২৩। মোট মৃত্যু ৮২জন। মোট সুস্থ হয়েছেন ৮০৬জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।