নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর খবর নেই। জেলায় এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৮৫। জেলা
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ২৪ ঘন্টায় আরও ৮১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জ জেলায় মোট আক্রান্তের
সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩’শ ৯৮। ৬ জুন (শনিবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। ৫ জুন (শুক্রবার) তথ্য মতে,
নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩২৯১। মোট সুস্থ ৮৪২জন। মোট মৃত্যু ৮৫। শনিবার (৬ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে,গত ২৪ ঘন্টায় (৫জুন সকাল ৮টা হতে ৬ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৮১ জন, মোট আক্রান্ত ৩৩৯৮জন।নতুন সুস্থের সংখ্যা ৬৮জন, মোট সুস্থ ৯১০ জন এবং ৩, ৪, ৫ ও ৬ জুন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে মোট মৃত্যু ৮৫জন।এনিয়ে ৯৬ঘন্টায় নারায়ণগঞ্জে কোন মৃত্যু নেই। নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ২৭১, বন্দর উপজেলায় ১০২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১২৭৪, রূপগঞ্জ উপজেলায় ৪৮৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৭৭ ও সোনারগাঁ উপজেলায় ২৮৫ জন। পুরো জেলায় ৩৩৯৮ জন। এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯৩ ও সোনারগাঁ উপজেলায় ২৮ জন। পুরো জেলায় ৯১০ জন। এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮ ও সোনারগাঁ উপজেলায় ৮ জন। পুরো জেলায় ৮৫জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।