Logo
HEL [tta_listen_btn]

যবিপ্রবি ল্যাবে যশোরের ৬৭ মাগুরার ১৮ নমুনা করোনা পজেটিভ

যবিপ্রবি ল্যাবে যশোরের ৬৭ মাগুরার ১৮ নমুনা করোনা পজেটিভ

নিলয় ধর,যশোর সংবাদদাতা  :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আজ সোমবার (২০ জুলাই)   প্রকাশিত ফলাফলে ৮৫টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নমুনাগুলো যশোর ও মাগুরা জেলার। যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, রবিবার তাদের ল্যাবে মোট ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৫টি পজেটিভ ও ১৮৫ টি নেগেটিভ ফল এসেছে । পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে যশোর জেলার ছিল ২২৩টি। এর মধ্যে ৬৭টি নমুনা পজেটিভ ফল এসেছে ।আর মাগুরার ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৮টির ফল পজেটিভ রিপোর্ট এসেছে  । পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ২ টি জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি। নতুন আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক কাজ করবে স্থানীয় প্রশাসন কর্মকর্তারা।   এর আগের দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব মতে যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩২৭। এদের মধ্যে মারা গেছে ১৯ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com