Logo
HEL [tta_listen_btn]

আজ মেষ রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় সাফল্য লাভ

 

আজ মেষ রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় সাফল্য লাভ

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় সাফল্য লাভ। বড় ভাই বোন বা বন্ধুর সাহায্য পাবেন। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হবে। ব্যবসায়ীক লেনদেনে হিসেবের গড়মিল যদি এড়িয়ে চলতে পারেন দিনের শেষে লাভের অঙ্ক বৃদ্ধি পাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে চলতে থাকা সকল প্রকার ভুলবুঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। পদস্ত কর্মকর্তার সাথে অন্তরঙ্গতা বৃদ্ধির চেষ্টা করুন। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে। পিতার সাথে চলতে থাকা সকল মনমালিণ্যর অবসান আশা করতে পারেন। মিথুন রাশি(২১ মে-২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজ কর্ম ও ভাগ্য উন্নতির সুযোগ আসবে। শিক্ষা গবেষণার সাথে সম্পৃক্তদের আর্থিক সাহায্য প্রাপ্তির যোগ প্রবল। জীবন জীবীকার তাগিদে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। কর্কট রাশি( ২১ জুন-২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকাকে আজ সকল প্রকার অনাকাঙ্খীত ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। আইনগত জটিলতা বা ঋণ সংক্রান্ত কোনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ অবশ্যই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কাজে সতর্ক থাকতে হবে। দূর্ঘটনা থেকে সাবধান।  সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক কর্মকান্ডে আজ আশাতীত সাফল্য লাভের সুযোগ রয়েছে। হটাৎ করেই কোনো আর্থিক পরিবর্তনের সুযোগ পেয়ে যাবেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি কাটিয়ে সুখী সুন্দর সাংসারিক জীবন উপভোগ করতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার আজ কাজ কর্মে অস্থিরতা কমাতে হবে। কোনো লোভের ফাঁদে পা দিতে পারেন। সতর্ক থাকাই এর একমাত্র সমাধান। সহকর্মী বা অধিনস্ত কর্মচারী কারো রহস্যজনক আচরণ আপনাকে দ্বিধায় ফেলে দেবে।  তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): তুলার জাতক জাতিকার প্রেম প্রণয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। শত বাধা বিপত্তি পেরিয়ে কাঙ্খীত প্রেমে সাড়া পাবেন। সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের হৃদয়ঘটিত বিষয়ে অনাকাঙ্খীত ভুলবোঝাবুঝি দেখা দেবে। ভুল বোঝাবুঝির প্রভাব কর্ম জীবনে পড়তে শুরু করবে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): বৃশ্চিকের জাতক জাতিকাকে সাংসারিক জীবনে কৌশলী হতে হবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। গৃহস্থালী কাজ কর্ম নিয়ে মায়ের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয়। ধনু রাশি(২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ধনুর জাতক জাতিকাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ব্যবহারে সতর্ক হতে হবে। অনাকাঙ্খীত কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন। ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকাদের এমনিতেই আর্থিক অবস্থা খুব নাজুক যাচ্ছে। তার উপর অনাকাঙ্খীত কোনো ব্যয়ের সম্মুখীন হতে পারেন। আয় রোজগারে বাধা বিপত্তির কারণে সঞ্চয়ে হাত দিতে হতে পারে। ব্যয় সঙ্কোচনের চেষ্টা করুন। কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকাকে আজ সকল কাজে সজাগ থাকতে হবে। আপনার নেওয়া কোন ভুল পদক্ষেপ আপনাকে ভোগাতে পারে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা প্রবল। সারাদিনই অন্যমনস্কতা ভোগাবে। মীন রাশি( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): কর্তব্যপরায়ণ মীন রাশির জাতক জাতিকাকে আজ দূরে কোথাও যাত্রা করতে হবে। বৈদেশিক কাজ কর্মে কাঙ্খীত সাফল্যর আশা রাখতে পারেন। পারিবারিক প্রয়োজন মেটাতে কিছু অর্থ ব্যয় করতে হবে। প্রবাসী হওয়ার লুকায়িত স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com