Logo

প্রাইমা বেকারী ও কাটাবনে অভিযান জরিমানা ৫৫ হাজার

প্রাইমা বেকারী ও কাটাবনে অভিযান জরিমানা ৫৫ হাজার

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যাকেটজাত খাদ্য পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় ও বিদেশী পণ্যে আমদানীকারকের ট্যাগ না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) সকালে ফতুল্লার ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে প্রাইমা বিস্কুট বেকারীকে ৫০ হাজার টাকা ও কাটাবন এন্ড কোং কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ক্যাব ও জেলা পুলিশ। অভিযান প্রসঙ্গে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, প্রাইমা বিস্কুট বেকারীকে প্যাকেটজাত খাদ্য পণ্যের উপর মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কাটাবনকে বিদেশী বডি স্প্রেতে আমদানীকারকের ট্যাগ না থাকার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com