Logo
HEL [tta_listen_btn]

বীরমুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাষ্ট্রিয় মর্যায় খসরুর দাফন সম্পন্ন

দেশের আলো রিপোর্ট
বীরমুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্যাভিনেতা সিরাজউদ্দোল্লা নাট্যদলের পরিচালক সৈয়দ খোরশেদ আলম খসরু (৬৫)কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর বন্দর সিরাজদৌল্লা ক্লাব মাঠে নামাজের জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা শেষে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খসরুর সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন বন্দর সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া। উল্লেখ্য গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টায় নারায়ণগঞ্জের বন্দরস্থ তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন এই বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গিয়েছেন। বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খসরুর মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ স্থানীয় কাউন্সিলররা মরহুমের বাড়িতে ছুটে যান। পরে মেয়র আইভী শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের জানাজায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ খসরুর কফিনে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা শারমিন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খসরুর মৃত্যুতে শোক জানিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, কেন্দীয় নাট্য সংস্থার আহবায়ক দৈনিক দেশের আলোর সম্পাদক আনিসুল ইসলাম সানি, বন্দর প্রেসক্লাব ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com