Logo
HEL [tta_listen_btn]

দির্ঘ প্রতিক্ষিত ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, ফারুক সভাপতি ও মিজান সম্পাদক নির্বাচিত

দির্ঘ প্রতিক্ষিত ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন, ফারুক সভাপতি ও মিজান সম্পাদক নির্বাচিত

কামরুজ্জামান, ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহফুজুল হক ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের নির্বাচনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।। তিনি দর মতের উর্ধ্বে থেকে সুষ্ঠু ও অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন করার যেই আশ্বাস দিয়েছেন। সেই কথা রেখেছেন। ফরিদগঞ্জ থানা পুলিশ, সাংবাদিক এবং প্রার্থী ও ব্যবসায়ীদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফারুকুল ইসলাম সভাপতি ও মিজানুর রহমান বাবুল সাধারন সম্পাদক নির্বাচীত হয়। ২১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত পৌরসভায় ৩টি বুথে মোট ৮৮৭জন ট্রেডলাইসেন্সধারী ভোটার ভোট প্রদান করেন। সকল স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন এবং ভোটগ্রহন চলে। থানা পুলিশের নতুন দায়িত্বপ্রাডপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মসদ শহিদ হোসেনের উপস্থিতিতে অর্ধশত পুলিশের নিছিদ্র পাহারায় সুন্দরভাবে এই নজরি বিহীন শান্তিপূর্ণ এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ৯টি পদে ভোট প্রদান করেন ভোটাররা। ভোট গ্রহণ ও গননা সম্পন্ন শেষে রাত সাড়ে ৯টায় পৌর মেয়র মাহফুজুল হক প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে ভোটের ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো: ফারুকুল ইসলাম ৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বাবুল বিজয়ী হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌরসভার সচিব এ কে এম খোরশেদ আলম জানান, নিবার্চনের মোট ১৭টি পদের সাধারণ সদস্য পদে ৬টি, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় মোট ৮টি পদের প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে দুইজন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেন, সাবেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া (প্রাপ্ত ভোট ৩০২), বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম(প্রাপ্ত ভোট ৩০৮)। সাধারণ সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন । এরা হলেন, অহিদ পাটওয়ারী(প্রাপ্ত ভোট ১৩৯), মিজানুর রহমান বাবুল (প্রাপ্ত ভোট ৩১৩), নুরুল আমিন পাটওয়ারী(প্রাপ্ত ভোট ১৩১)। সহসভাপতির ২টি পদের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন, মাসুদুর রহমান (প্রাপ্ত ভোট ২৬০) ও আলী হায়দার পাঠান(প্রাপ্ত ভোট ৩৫৪) ও শফিকুর রহমান মৃধা (প্রাপ্ত ভোট ২৪৬)। সহসাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন । এরা হলেন, আবুল হোসাইন (প্রাপ্ত ভোট ৩৭৭) ও শিমুল পাটওয়ারী (প্রাপ্ত ভোট ১৬৫)। সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন । এরা হলেন, আনোয়ার হোসেন(প্রাপ্ত ভোট ৩৭১) ও নজরুল ইসলাম(প্রাপ্ত ভোট ২২৯)। কোষাধ্যক্ষ পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন । এরা হলেন সোহেল পাটওয়ারী(প্রাপ্ত ভোট ৩০৭), আবুল হোসেন (প্রাপ্ত ভোট ২৫৯)। দপ্তর সম্পাদক পদে ২জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেন ফিরোজ আলম(প্রাপ্ত ভোট ২১৫) ও মাইনুল হাছান(প্রাপ্ত ভোট ৩৪০)। সমাজকল্যাণ সম্পাদক সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন ওমর ফারুক (প্রাপ্ত ভোট ৩৮৭) ও নাছির উদ্দিন হাজারী (প্রাপ্ত ভোট ১৯১)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com