Logo
HEL [tta_listen_btn]

 সেবাই জনপ্রতিনিধিদের মূল উদ্দেশ্যে হওয়া উচিৎ— শিক্ষামন্ত্রী

 সেবাই জনপ্রতিনিধিদের মূল উদ্দেশ্যে হওয়া উচিৎ— শিক্ষামন্ত্রী

কামরুজ্জামান, চাঁদপুর সংবাদদাতা :

সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জনপ্রতিনিধি হওয়া কঠিন কাজ। আর যারা এ কঠিন পথ অতিক্রম করে জনপ্রতিনিধি নির্বাচীত হয়, তাদের দায়িত্ব অনেক। প্রথম দায়িত্ব হলো এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা।। সেবাই জনপ্রতিনিধিদের মূল উদ্দেশ্যে হওয়া উচিৎ। মনে রাখতে হবে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে জনগন দ্বারাই প্রত্যক্ষাত হবে। শিক্ষামন্ত্রি ড. দিপু মনি আজ শনিবার (২৪ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে যে উন্নয়ন বইছে, তা অব্যাহত রাখার লক্ষ্যে প্রত্যেক নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার, জননেত্রী ও আ,লীগ বদ্ধপরিকর। অপশক্তি বা কোন দুর্নিতীবাজের কারনে যেন সরকারের অর্জন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে চাঁদপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবু রহমান, বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র মো. জিল্লুর রহমান, কাউন্সিলর আয়শা খানম ও ইকবাল হোসেন পাটওয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com