Logo
HEL [tta_listen_btn]

বন্দরে নিখোঁজ যুবকের সন্ধান এক মাসেও মিলেনি

বন্দরে নিখোঁজ যুবকের সন্ধান এক মাসেও মিলেনি

বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষ্যারচর এলাকার সোহাগ (২৪) নামের এক যুবক প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। ওই নিখোঁজের ঘটনায় পিতা সোহরাব গত ২৩ অক্টোবর বন্দর থানায় একটি জিডি দায়ের করলেও এক মাসেও কোন ধরনের সন্ধান দিতে পারেনি পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কোন সন্ধান না পেয়ে দিশেহারা নিখোঁজ সোহাগের স্ত্রী। বাবাকে এখনো খুঁজে ফিরে দুগ্ধজাত দেড়বছর বয়সী শিশু আহনাত। নিখোঁজ সোহাগ মদনপুর এলাকায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতো। এদিকে একটি প্রতারক চক্র এই দু:সময়েও নিখোঁজের পরিবার থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ২৩ অক্টোবর সোহাগ নিখোঁজের জিডি দায়ের করেন পিতা সোহরাব। পরে বিষয়টি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে দিলে একটি প্রতারকচক্র সোহাগের পিতার মুঠোফোনে কল করে পুলিশ পরিচয় দিয়ে জানায় সোহাগ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা ও রক্তের জন্য অর্থের প্রয়োজন বলে বিকাশে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে প্রতারকচক্রের মোবাইল বন্ধ রয়েছে। পরে ওই ঘটনাতেও বন্দর থানায় একটি জিডি দায়ের করেন নিখোঁজ সোহাগের পিতা। এদিকে মোবাইল সার্ভিসিং এর কাজ করা সোহাগ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তার স্ত্রী জিনিয়া স্বামীর খোঁজে পাগলপ্রায়। সোহাগের দেড় বছর বয়সী শিশু আহনাতও বাবাকে খুঁজে ফিরে। সোহাগের বাবা সোহরাব একজন দিনমজুর। সোহাগ নিখোঁজ থাকার কারণে তাদের সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ আজগর জানান, তারা নিখোঁজ সোহাগের সন্ধানে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com