Logo
HEL [tta_listen_btn]

মুক্তার হোসেনের শোক সভায় এমপি শামীম ওসমান গরীব হকারের পেটে কে লাথি মারে, আমরা জানি

মুক্তার হোসেনের শোক সভায় এমপি শামীম ওসমান, গরীব হকারের পেটে কে লাথি মারে, আমরা জানি

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ-৪ আসনের সসংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব মুক্তার হোসেন উনি চলে গেছেন। কাল আমরাও চলে যাবো। এটা সামাজিক বিষয়। মায়া মমতার কারনে এ সামাজিক বিষয়টি অনেকে মেনে নিতে চায় না।আর সে বিষয়টি থেকে অনেকে শিখ্যা নেয় না। এ শহরে অনেক অনিয়ম হচ্ছে। ফুটপাতে বসে কেউ ফল বিক্রি করছে।নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহ করছে। অনেকে তা সহ্য করতে পারে না। গরীব হওয়াটাই তার বড় অপরাধ। কেউ একজন মাঝে মাঝে গরীবের পেটে লাথি মারছে। হকার উচ্ছেদ করছে। গরীব হকারের পেটে লাথি মারা হচ্ছে। কারন ধনী কখনো গরীবের কথা বলবে না। মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল ১০ জানুয়ারী দুপুরে জেলা বাস- মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সদ্য প্রয়াত মুক্তার হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উৎসব ট্রান্সপোর্ট লিঃ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী ছিলেন আওয়ামীলীগ নেতা খাদেম আলহাজ্ব সানাউল্লাহ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, প্রয়াত মুক্তারের ছেলে খন্দকার আতিক শাহরিয়ার আদনান ও খন্দকার আতিক ইশরাক সবুজ।দোয়ার অনুষ্ঠানে আনন্দ ট্রান্সপোর্ট লিঃ ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, পরিচালক শাহ ফয়েজউল্লাহ, সিটি বন্দন পরিবহন চেয়ারম্যান জুয়েল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আইউব আলী, বন্দু পরিবহনের হাজী মুরাদ হোসেন, সাইফুল ইসলাম, শ্রমিক কমিটির সভাপতি মোঃ শামসুজ্জামান, কার্যকরী সভাপতি জিলানী মাতবর, সহসভাপতি খাজা ইরফান আলী ,রাব্বানী মিয়া , সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন, অর্থ সম্পাদক আলতাফ হোসেন, সড়ক সম্পাদক আল আমিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় শামীম ওসমান আরো বলেন, কোরআন পড়ে যতটুকু শিখেছি– নামাজ, রোজা, হজ্ব, যাকাতের পরও গরীবকে খাদ্য বা আহার দিতে হবে। কাজ দিতে হবে। অথচ কেউ কেউ আহার যোগান না দিয়ে উল্টো গরীবের পেটে লাথি মারছে। পরিবহন মালিক নেতা মুক্তার হোসেন কখনো কারও সাথে খারাপ ব্যবহার করেছেন বলে শুনিনি। তিনি হজ্ব করেছেন, হজ্বের মর্যাদা রাখার চেস্টা করেছেন। আল্লাহ তার হজ্ব কবুল করেছেন। দুনিয়া খনস্থায়ী। আখেরাত দীর্ঘস্থায়ী। মৃত্যুর পর আজ অনেকে দোয়া করছেন। এটা করবেন। কিন্তু আমাদের প্রতি মুহুর্তে ভূল ক্রটি হয়। সে জন্য জীবিত থাকাকালে ক্ষমা চেয়ে নিতে হবে। সাংসদের বক্তব্যের পর দোয়া শেষে নেওয়াজ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com