Logo
HEL [tta_listen_btn]

মিজমিজিতে অবৈধ মেলা উচ্ছেদ

মিজমিজিতে অবৈধ মেলা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা:
খেলনা, কসমেটিকস্ ও সংসারী যাবতীয় পন্য নিয়ে মিজমিজি চৌধুরী পাড়ায় শুরু হয়ে ছিল ‘শীত আনন্দ মেলা’। প্রচারণাও ছিল বেশ। সচেতন নাগরিকদের একাংশ অবশ্য করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মেলাটিকে বন্ধ করে দিয়েছেন। যদিও সংশ্লিষ্টরা দাবি করছেন, অনুমতি না নিয়ে মেলার আয়োজন করায় বন্ধ করা হয়েছে মেলাটি। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের সদস্যরা।  ইউএনও নাহিদা বারিক বলেন, মেলা করতে হলে নিয়ম হলো উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে নেওয়া। তখন বিভিন্ন শর্ত বেঁধে দেওয়া হয় মেলার অনুমোতি। কিন্তু মিজমিজি চৌধুরী পাড়ার এই মেলাটির কোন অনুমোতি নেওয়া হয়নি। তাই দুপুর ১টায় অনুমোদনবিহীন পরিচালিত এই মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com