Logo
HEL [tta_listen_btn]

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোহসীন-মাহবুবের নেতৃত্বেই আ’লীগ প্যানেল

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোহসীন-মাহবুবের নেতৃত্বেই আ’লীগ প্যানেল

নিজস্ব সংবাদদাতা:
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোহসীন-মাহবুবেই আস্থা রাখলো আওয়ামী লীগ। পুরানো এ দু’জনের নেতৃত্বেই জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণা করলো আওয়ামী লীগ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন(২০২১-২২)। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার(১৩ জানুয়ারি) মনোনয়ন বোর্ডের আহবায়ক পিপি এড. ওয়াজেদ আলী প্যানেল ঘোষণা করেন। প্যানেলে সভাপতি পদে আছেন এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য পদে এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোঃ স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. হাসিবুল হাসান রনি, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া। কার্যকরী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন এড. সিরাজুল হক মিলন, এড. সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার। এরআগে, ২০২০-২১ সালের অনুষ্ঠিত নির্বাচনেও এড. মুহাম্মদ মোহসীন মিয়াকে সভাপতি ও এড. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এ প্যানেল ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, ২০২১-২২ সালে অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্র সংগ্রহ ও দাখিলের সর্বশেষ দিন ছিল ১৪ জানুয়ারি। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করা হবে ১৪ জানুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহার আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত করা যাবে। চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। এরপরই ২৮ জানুয়ারি আইনজীবী সমিতির নবনির্মিত বার ভবনের দ্বিতীয় তলায় বোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com