Logo
HEL [tta_listen_btn]

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সিপিবির সমাবেশ

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সিপিবির সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
কুনতংঅ্যাপারেলস শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠাচার্জের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক। এ সময় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক শিব নাথ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর নেতা বিমল কান্তিদাস, জেলা কমিটির নেতা দুলাল সাহা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এমএশাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিপিবির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস ও শ্রমিক জাগরণ মঞ্চের নেতা জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, আদমজী ইপিজেডের কুনতংঅ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা ও লে-অফ প্রত্যাহারের দাবিতে গত ৯ জানুয়ারি সকাল থেকে দুপুরপর্যন্ত ইপিজেডের মূলফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। শ্রমিকদের ন্যায় সঙ্গত আন্দোলনে সিপিবির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দিলীপ কুমার দাস সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বেপজাক র্তৃপক্ষের নির্দেশে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিক নেতা দিলীপ কুমার দাস সহ অর্ধশতাধিক শ্রমিককে গুরুতর ভাবে আহত করেছে।পুলিশের লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, শ্রমিকদেরশান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও বেপজারআনসার সদস্যরা নির্বিচারে অমানবিক নির্যাতন চালিয়েছে। যারা এই কাজ করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বেরকরে উপযুক্ত বিচার করতে হবে। নতুবা শ্রমিক ও নেতৃবৃন্দের উপর পুলিশী নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়েতুলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com