Logo
HEL [tta_listen_btn]

ওয়াসার অবৈধ সংযোগ বৈধকরণের অভিযান

ওয়াসার অবৈধ সংযোগ বৈধকরণের অভিযান

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে এনসিসি ৮নং ওয়ার্ডে ওয়াসার অবৈধ পানির সংযোগ বৈধকরণে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
রোববার (৬ জুন) দুপুর ১টা থেকে ভূঁইয়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহীন ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় নাসিকের অন্যান্য কর্মকর্তারাসহ স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, অভিযানে ২০টি অবৈধ সংযোগ নিয়ম অনুযায়ী বৈধ করা হয়েছে। এছাড়া গ্রাহকদের কাছ থেকে আরো ৫০টি বৈধকরণের আবেদন সংগ্রহ করা হয়েছে। অবৈধ সংযোগ বৈধকরণে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, অবৈধ সংযোগের কারণে ওয়ার্ডবাসীর পানির চাহিদা মেটাতে কষ্ট হচ্ছে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সতর্কতামূলকভাবে অবৈধ সংযোগগুলো বৈধ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com