Logo
HEL [tta_listen_btn]

ইশা ছাত্র আন্দোলনের স্মারকলিপি

ইশা ছাত্র আন্দোলনের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা:
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুন) বেলা ১২টার দিকে মহানগর এর সভাপতি এম শফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী।
স্মাকরলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত কর্মসূচিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি এম শফিকুল ইসলাম বক্তব্যে বলেন- ‘সুশিক্ষাই জাতীর মেরুদÐ, এই শিক্ষা গ্রহণ করা যায় প্রতিষ্ঠানে। আর সেই প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার কোমলমতি শিক্ষার্থীদেরকে এক অজ্ঞ জাতিতে পরিণত করছে। সরকার চায় এ দেশের জনগণকে মেধাশূন্য করতে। কারণ তাদের অপকর্মের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারেন। তারা তাদের ইচ্ছা এবং মনগড়াভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যই এ মিশন। তাই অতি দ্রæত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানাই। তিনি আরও বলেন-আজকে ৪৪৭ দিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্র রাজনীতি বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সচেতন ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন- ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক- মুহাম্মাদ শরীফ হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক-এইচ এম আবদুর রাজ্জাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com