Logo
HEL [tta_listen_btn]

পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা

পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল এর উদ্যোগে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালায় মোটারযানের বিভিন্ন শ্রেণীর ৩৭ জন চালক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় গাড়ি চালকদের দায়িত্ব ও কর্তব্য, গাড়ি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা, লেনবিধি, শিষ্টাচার, মোটরযানের ফিটনেস, ট্রাফিক সাইন, সড়ক পরিবহন আইন, সড়ক দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা, মোটর ড্রাইভিং লাইসেন্স, পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়কের গুরুত্বসহ আরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী। তিনি ‘সড়ক নিরাপত্তা সম্পর্কিত’ বিষয়াবলী নিয়ে আলোকপাত করেন। কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার ‘সড়ক পরিবহন আইনে উল্লেখিত বিভিন্ন অপরাধের শাস্তির ধারা’ সমূহ নিয়ে কথা বলেন। ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বজিৎ চন্দ্র দাস কর্মশালায় ‘ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এ- সিগন্যাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানো’ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত’ বিষয় নিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হাবিবুর রহমান। নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু প্রতিরোযোগ্য। কারণ দুর্ঘটনা ঘটে না, ঘটানো হয়। অর্থাৎ দুর্ঘটনা কোন অলৌকিক কারণে সংঘটিত হয় না, বরং লৌকিক কারণে হয়ে থাকে। সেটা হতে পারে চালকের ত্রæটি, যানবাহনের, পথচারীর বা রাস্তার ত্রæটি ইত্যাদি। যদি এসব বিষয় নিয়ন্ত্রণ করা যায়; তাহলে সড়ক দুর্ঘটনার হার কমানো সম্ভব। দুর্ঘটনা কমলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে। এ জন্য প্রয়োজন সড়ক নির্মাণকারী সংস্থা, প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, জনসাধারণ, সড়ক ব্যবহারকারী সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা।’ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরও উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক এমরান খান ও সহকারী মোটরযান পরিদর্শক ফারদিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com