Logo
HEL [tta_listen_btn]

এনসিসি নির্বাচন  নৌকার ফরম কিনলেনআইভী, বাদল, খোকন ও চন্দন

এনসিসি নির্বাচন  নৌকার ফরম কিনলেনআইভী, বাদল, খোকন ও চন্দন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)নির্বাচন নিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর)নির্বাচন কমিশন সভা ডেকেছে। সভা হবে ইসি ভবন ঢাকায়। সভা থেকে আসতে পারে সিটি নির্বাচনের তফসিল। এদিকে রোববার ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিওস্থ কেন্দ্রিয় কার্যালয়ে চলছে এ কার্যক্রম। প্রথম দিনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দন শীল। পরদিন সোমবার মনোনয়ন কিনেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সহ সভাপতি ও বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী। সম্ভাব্য প্রার্থী সংখ্যা আরও বাড়তে পারে বলে গুঞ্জন রয়েছে। ২ অথবা ৩ ডিসেম্বর হতে পারে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডেও সভা ঢাকায়। অপরদিকে বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাবে কিনা এনিয়েও সিদ্ধান্ত হবে ঢাকায়। এখানকার নেতা-কর্মীরাও তাকিয়ে আছে কেন্দ্রের দিকে।  সূত্রে জানা গেছে, বিএনপি সিটি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে প্রার্থী হতে পারেন জেলা বিএনপির আহŸায়ক তৈমূর আলম খন্দকার। সাথে আলোচনায় রয়েছেন সাবেক দুই প্রভাবশালী এমপি মুহম্মদ গিয়াসউদ্দিন ও এড. আবুল কালাম। তবে, বিএনপি থেকে নির্বাচনকরতে আগ্রহী গতবারের প্রার্থী এড. সাখাওয়াত খান, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাকদ আবু আল ইউসুফ খান টিপু এবং বন্দর উপজেলার দুবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলও। ওদিকে তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। ৩ ডিসেম্বর বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা ঘোষণা করতে পারে বলে জানিয়েছে আওয়ামী লীগের একটি সূত্র। তবে নৌকা কে পাচ্ছেন তা জানতে আরও অপেক্ষা করতে হতে পারে বলেও সূত্রটি জানিয়েছে। নির্বাচনী তফসিল, নির্বাচনের তারিখ, আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন, বিএনপি নির্বাচনে গেলে কে প্রার্থী হবেন। এসব প্রশ্নের উত্তর মিলবে রাজধানী ঢাকা থেকেই। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থীদের সম্পর্কে সিদ্ধান্ত হবে। তাই সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর দৃষ্টি এখন কেন্দ্রের দিকে। তবে তফসিল ঘোষণার পরই সব পরিস্কার হবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল এর মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার ছেলে অরিজিৎ সাহা। বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন তার ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির। একই দিন মনোনয়ন ফরম কিনেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আবু হাসনাত শহীদ বাদল নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কিনেন। অপরদিকে খোকন সাহার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন তার রাজনৈতিক সচিব সুজিত সরকার। জানা গেছে, বিদায়ী মেয়র আইভী এবার দলের ভেতরেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইতোমধ্যে, তার বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ যেমন উঠেছে, তেমনি নগরবাসীকে নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন বলেও নিজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতি নেতাকর্মীরা দাবি করেছেন। আর নগরবাসী তাদের দুর্ভোগ-ভোগন্তির কথা প্রতিনিয়তই হজম করছেন। তিনি ছাড়াও মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ থেকে উঠে আসা বাবু চন্দন শীল। যিনি ২০০১ সালে চাষাড়ায় ভয়াবহ বোমা হামলায় দুই পা হারান। দু পা হারিয়েও অদম্য এই রাজনীতিক দলীয় সভা-সমাবেশে সবার আগে উপস্থিত থাকেন এবং জোরালো ভূমিকা রেখে আসছেন। অপর মনোনয়ন প্রত্যাশী এড. খোকন সাহা ও আবু হাসনাত শহীদ বাদল জেলা ও মহানগরে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন। কয়েক বছর ধরে তারা নগরীর প্রতিটি ওয়ার্ডে কর্মীসভার পাশাপাশি বিগত ১৮ বছরে নগরবাসীর নানা চাওয়া-পাওয়ার কথা শুনছেন, জেনেছেন সাধারণ মানুষের আগামীর প্রত্যাশা। তাদের হাত ধরে তৃণমূল নেতা-কর্মীরা স্বপ্ন বুনছেন- ‘যুদ্ধাপরাধী, বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে রাজনীতি করা কোন নেতাকে আর যেন দলীয় হাইকমান্ড মনোনয়ন না দেন’। ১৯৭৫ বঙ্গবন্ধু হত্যার পরে ছাত্রলীগে যোগ দিয়ে এড. খোকন সাহা নানা বাধা-বিপত্তি পাড় হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসেন। গত ২৬ বছর ধরে নারায়ণগঞ্জ শহর পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। কর্মী বান্ধব নেতা হিসেব ব্যাপক পরিচিতি তার। উল্লেখ্য যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আভাস দিয়েছেন নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। ৩ ডিসেম্বর বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা ঘোষণা করবে আওয়ামীলীগ। সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর দৃষ্টি এখন কেন্দ্রের দিকে। কে হচ্ছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী? তা জানতে উদগ্রিব সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com